কলাপাড়ায় ভূমিদস্যু-প্রতারক চক্রের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ভূমিদস্যু-প্রতারক চক্রের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


কলাপাড়ায় ভূমিদস্যু-প্রতারক চক্রের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী) 

পটুয়াখালীর কলাপাড়ায় ভূমিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানি থেকে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পায়রা বন্দরের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। বুধবার দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ কামরুল ইসলাম ঢালী।

লিখিত বক্তব্যে তিনি জানান, ইটবাড়ীয়া মৌজায় পায়রা বন্দর কর্তৃপক্ষ এল.এ কেস নং-০৬/২০১৮-১৯ এর মাধ্যমে ৫৩ জন প্রকৃত মালিকের জমি অধিগ্রহণ করে। এসব জমি তাদের পূর্বপুরুষরা ১৯৫৮ সাল থেকে ক্রয়কৃত ও দখল স্বত্বসূত্রে ভোগ করে আসছিলেন। জমি অধিগ্রহণের পর স্থানীয় একটি চক্র ভুয়া ওয়ারিশ সাজিয়ে বিভিন্ন মামলা-মোকদ্দমার মাধ্যমে জমির অংশ দাবি করছে এবং নানাভাবে চাঁদা দাবিসহ হয়রানি চালাচ্ছে।

তিনি আরও জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের পর বিভিন্ন মামলার রায় ও ডিক্রি তাদের পক্ষেই এসেছে। তবুও ভূমিদস্যু আহসান হাবীবের নেতৃত্বাধীন চক্র নতুন নতুন মামলা করে হয়রানি চালিয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জমির মূল্য না পেয়ে জীবন-জীবিকা হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জমির মালিকরা প্রতারক চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬:১২:৪৭ ● ১১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ