
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে র্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. তপু রায়হানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের শিল্পবিষয়ক সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ও পৌর ইউনিটের যুগ্ম আহ্বায়ক মো. নেছার শেখ, মো. আজিজুল হক নবীন, মো. রুহুল আমীন শাহীন, স্বরূপকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মহাসিন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজান, সদস্য সচিব মো. আল মামুন ভুইয়া প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।