পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন জেলে মোরশেদ

হোম পেজ » কুয়াকাটা » পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন জেলে মোরশেদ
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


 

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরে আসা জেলে মোরশেদ হাসপাতালে

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে প্রাণে বেঁচে ফিরেছেন মোরশেদ (২০) নামের এক জেলে। কুয়াকাটার জেলেরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার গভীর সাগরে ভাসমান অবস্থায় এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান তাকে দেখে উদ্ধার করেন। এরপর এফবি বাইজিদ ট্রলারের সহায়তায় তাকে তীরে আনা হয়।

উদ্ধারকারী জেলেদের বরাতে জানা যায়, কয়েক দিন আগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ১৯ জন জেলেসহ একটি ট্রলার মাছ ধরতে সাগরে যায়। পাঁচ দিন আগে সেটি ডুবে যায়। ওই ট্রলারের  জেলে মোরশেদকে অবশেষে ভাসমান অবস্থায় উদ্ধার করা হলো। বাকীদের ভাগ্যে কি ঘটেছে, তা এখনো জানা যায়নি।

এফবি বাইজিদ ট্রলারের মাঝি সিরাজ জানান, বুধবার সকালে সমুদ্রে মাছ ধরার সময় অন্য একটি ট্রলার তাদের হাতে মোরশেদকে তুলে দেয়। তখন তিনি জানান, তাদের ট্রলারটি পাঁচ দিন আগে ডুবে গেছে। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। শারীরিক অবস্থার অবনতি থাকায় তার কাছ থেকে আর বিস্তারিত জানা যায়নি।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ বলেন, দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় স্থানীয় জেলেরা মোরশেদকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, তীরে আসার পরপরই আমরা মোরশেদকে হাসপাতালে ভর্তি করি। সুস্থ হলে দুর্ঘটনার বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩৯ ● ১৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ