টানা বৃষ্টিতে কুয়াকাটা-কলাপাড়ায় ভোগান্তি, বন্দরে ৩ নম্বর সংকেত বহাল

হোম পেজ » আবহাওয়া » টানা বৃষ্টিতে কুয়াকাটা-কলাপাড়ায় ভোগান্তি, বন্দরে ৩ নম্বর সংকেত বহাল
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

নিম্নচাপের প্রভাবে গতকাল সন্ধ্যা থেকে টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত কলাপাড়ায় ৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সড়ক ও বাজারে জলজট তৈরি হয়ে জনজীবনে ভোগান্তি বেড়েছে। সবচেয়ে বেশি ভুগছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমন চাষি ও মৌসুমি সবজি চাষিরা ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন। আবহাওয়া অফিস জানায়, উপকূলীয় এলাকায় ঝড়ো বা দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৩:৪৭ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ