কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যাচেষ্টা
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগনি জামাতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মামা শ্বশুরের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে। আহত আক্কাস আলী আকন (২৭) বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাস আলীর স্ত্রী মুক্তা বেগমের সঙ্গে পারিবারিক কলহের জেরে মুক্তার মামা আবদুর রশিদ হাওলাদার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আক্কাসকে কুপিয়ে গুরুতর জখম করেন। প্রথমে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার অবস্থাকে আশঙ্কাজনক বলে বরিশালে রেফার করেন।

মুক্তা বেগম অভিযোগ করে বলেন, আমাদের দাম্পত্য কলহ আমরা নিজেরাই মিটিয়ে ফেলেছিলাম। কিন্তু মামা রশিদ ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে হত্যার চেষ্টা চালিয়েছে।

অভিযুক্ত আবদুর রশিদের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, ঘটনার বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৪১ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ