
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বাবার কাছে টাকা না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে সাকিব মন্ডল (২৮) নামে এক যুবক। সোমবার দুপুরে আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকায় ইউপি সদস্য জসিম গাজীর ট্রান্সপোর্ট এজেন্সি অফিস থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত সাকিব ঝিনাইদহ সদর উপজেলার বারিবাথান গ্রামের ট্রাকচালক কালাম মন্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সকালে সাকিব একটি সাইকেল বিক্রি করে বাড়ি থেকে রাগ করে কুয়াকাটা যায়। পরে আমতলীতে এসে বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকার করেন। এ সময় বাবা কালাম মন্ডল পরিচিত ট্রান্সপোর্ট ব্যবসায়ী জসিম গাজীকে ছেলেকে রাতে রাখার অনুরোধ জানান। জসিম গাজী সাকিবকে তাঁর এজেন্সি অফিসে রাখেন। রবিবার গভীর রাতে সাকিব কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সোমবার সকালে জসিম গাজী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশ ও সাকিবের বাবাকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা কালাম মন্ডল জানান, ব্যবসায় লোকসান ও মানসিক চাপের কারণে সাকিব ভেঙে পড়েছিল। তিনি টাকা না দিয়ে পরিচিতজনের কাছে ছেলেকে রাখার ব্যবস্থা করেছিলেন। কিন্তু পরে ছেলের মৃত্যুর খবর পান।
ব্যবসায়ী জসিম গাজী বলেন, ট্রাকচালক কালাম মন্ডলের অনুরোধে ছেলেকে অফিসে রেখেছিলেন। সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন।
আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।