বরগুনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

হোম পেজ » বরগুনা » বরগুনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি জন্মাষ্টমী উপলক্ষে বরগুনায় শ্রীকৃষ্ণ পূজা, প্রার্থনা, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের সার্বজনীন আখড়া মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শরৎ চন্দ্র হাওলাদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ইব্রাহীম খলিল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন।

স্বাগত বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব জয়দেব রায়। আলোচনা শেষে শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার আখড়া মন্দিরেই শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংঘ-সংগঠন, মন্দির ও সনাতনী সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন। শোভাযাত্রা শেষে ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন।

পুরাণ মতে, দ্বাপর যুগের শেষ দিকে মথুরার কারাগারে বন্দী দেবকীর কোলে জন্ম নেন শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, অন্যায়-অত্যাচারের অবসান ও শুভ শক্তির প্রতিষ্ঠার জন্যই পৃথিবীতে তার আবির্ভাব ঘটে। জন্মাষ্টমী উদযাপন তাই অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের জয়গান।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৫৯ ● ১৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ