কুয়াকাটায় সাড়ে পাঁচ হাজারের উপরে বিক্রি হলো একটি ইলিশ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় সাড়ে পাঁচ হাজারের উপরে বিক্রি হলো একটি ইলিশ
বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫


কুয়াকাটায় সাড়ে পাঁচ হাজারের উপরে বিক্রি হওয়া সেই ইলিশ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় ১ কেজি ৮’শ গ্রাম ওজনের একটি ইলিশ ৫ হাজার ৬’শ ২৫ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে শিনু গাজীর জালে মাছটি ধরা পড়ে। সকাল ১১টার দিকে তিনি মাছটি কুয়াকাটা পৌর মাছবাজারের রাসেল ফিস আড়দে নিয়ে আসেন। সেখানে নিলামের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ফিস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক নাসির মুন্সি মাছটি প্রতি কেজি ৩ হাজার ১২৫ টাকা দরে কিনে নেন। যার ক্রয়মূল্য দাঁড়ায় ৫,৬২৫ টাকা। মাছটি দেখতে বাজারে ভিড় জমে যায়।

জেলে শিনু গাজী জানান, সাগর মোহনার চরবিজয় দ্বীপের পূর্ব পাশে জাল ফেলেছিলেন। অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটি ধরা পড়ে। তিনি বলেন, বড় মাছের দাম বেশি, পেলে পরিবার নিয়ে ভালো থাকা যায়।

রাসেল ফিস আড়তের মালিক রাসেল জানান, এত বড় ইলিশ এই বাজারে খুব কম আসে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে নাসির মুন্সি মাছটি কিনেছেন।

নিয়মিত ক্রেতা ইমরান গাজী বলেন, ৩ হাজার টাকা কেজি দরে ইলিশ এখন আমাদের মতো নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। আগে বছরে একবার হলেও ঘরে ইলিশ উঠত, এখন সেটা স্বপ্ন।

ওয়ার্ল্ডফিশ- বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, বড় ইলিশে ফ্যাট বেশি থাকায় এতে ওমেগা-৩ ও ভিটামিন সমৃদ্ধ, যা হৃদরোগ, চোখের সমস্যা ও মস্তিষ্কের জন্য উপকারী। তিনি আরও বলেন, ছোট ইলিশের অতিরিক্ত আহরণ, নদীতে পানির ঘাটতি, বাঁধ ও স্লুইস গেট, অবৈধ জাল ব্যবহার এবং পরিচালনা কমিটির অভাবে বড় ইলিশের সংখ্যা কমছে। পানি দূষণ, প্ল্যাঙ্কটনের ঘাটতি ও জলবায়ুর পরিবর্তনও প্রজননে প্রভাব ফেলছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি খুবই ইতিবাচক খবর এবং নিষেধাজ্ঞার সুফল। বড় সাইজের মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে। জালের প্রশস্ততা বাড়ালে এমন মাছের ধরা পড়ার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:০৮ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ