সভাপতি কাজী কামাল, সাধারণ সম্পাদক মইনুল হাসান স্বরূপকাঠিতে পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » সভাপতি কাজী কামাল, সাধারণ সম্পাদক মইনুল হাসান স্বরূপকাঠিতে পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫


সভাপতি কাজী কামাল, সাধারণ সম্পাদক মইনুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বরূপকাঠি পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সম্মেলন হয়, চলে বিকেল পর্যন্ত।

পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মো. কামাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, উদ্বোধক পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম খান, মো. আব্দুস সালাম বাতেনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে স্বরূপকাঠি পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কাজী মো. কামাল হোসেন সভাপতি, মইনুল হাসান সাধারণ সম্পাদক এবং মো. হাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২২:০৯:১২ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ