চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশি আটক

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশি আটক
বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫


 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশি আটক

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত থেকে পুশ-ইন হওয়া ১৩ বাংলাদেশিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এসের কাছে ঘটনাটি ঘটে।

বিজিবি জানায়, ভারতের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্প থেকে তাদের পুশ-ইন করা হয়। চাঁনশিকারী বিওপির টহলদল সীমান্ত অতিক্রম করে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া তাদের আটক করে।

আটকরা যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, রংপুর, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, পঞ্চগড়, ময়মনসিংহ ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২০২৩ থেকে ২০২৫ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভারতীয় পুলিশ গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজা শেষে বিএসএফের মাধ্যমে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়। বিজিবি জানিয়েছে, আটককৃতদের ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:১৩ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ