
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পর্যটন নগরী কুয়াকাটার পর্যটন হলিডে হোমস মাঠে পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ জনসভায় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটা পৌরসভা এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন,“বিএনপি কখনো দখলের রাজনীতি করে না, মানুষের মন জয় করেই বিএনপি রাজনীতি করে। মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। আস্থার কারণেই মানুষ বিএনপির কাছে ছুটে আসে।”
সরকারের সমালোচনায় তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দিনের ভোট রাতে শেষ করেছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা দলবল নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছে।”
প্রতিশোধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, “আমি কুয়াকাটায় পাঁচবার রাজনৈতিক সভায় অংশ নিতে এসে হামলা ও মামলার শিকার হয়েছি। বর্তমান কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লীও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত জখম হয়েছেন। তখন আমি জনগণের কথা বলার সুযোগও পাইনি। নেতাকর্মীদের সব সময় মানুষের পাশে থাকতে হবে এবং কেউ যদি অন্যায় করে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ উপজেলা, থানা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান।
এমবি/এমআর