
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯৮ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে পৌর বিএনপি’র কাউন্সিল হতে যাচ্ছে।
নয়টি ওয়ার্ডের কাউন্সিল নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে। আজ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হবে। সম্মেলনকে ঘিরে পৌর এলাকায় নির্বাচনী আমেজ, উৎসাহ-উদ্দীপনা ও উত্তেজনা বিরাজ করছে।
সকাল থেকে স্বরূপকাঠী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলন শুরু হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। উদ্বোধন করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম খান ও শেখ আব্দুস সালাম।
নির্বাচনে মো. নজরুল ইসলাম খান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন। তার সঙ্গে রয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মুকিম হোসেনসহ আরও অনেকে।
তিনটি পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী তিনজন- মো. শফিকুল ইসলাম ফরিদ (মার্কা-ছাতা), কাজী মো. কামাল হোসেন (মার্কা-চেয়ার) ও মো. জিয়াউল আহসান স্বপন (মার্কা-দেয়াল ঘড়ি)। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী এবং সাংগঠনিক সম্পাদক পদে আটজন প্রার্থী লড়াই করছেন।
শহরের সড়ক ও বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার আজ ভোট দেবেন।
২০২৩ সালের ২৪ জানুয়ারি সর্বশেষ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তাতে আহ্বায়ক ছিলেন মো. শফিকুল ইসলাম ফরিদ এবং সদস্য সচিব ছিলেন কাজী মো. কামাল হোসেন।