বিএনপি দখলের রাজনীতি করে না, আস্হার রাজনীতি করে-এবিএম মোশাররফ

হোম পেজ » কুয়াকাটা » বিএনপি দখলের রাজনীতি করে না, আস্হার রাজনীতি করে-এবিএম মোশাররফ
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫


 “বিএনপি দখলের রাজনীতি করে না, মানুষের আস্হার রাজনীতি করে”-এবিএম মোশাররফ হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া  (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুর থানার মৎস্য বন্দর আলিপুর বিএফডিসি মার্কেটে লতাচাপলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলের এ জনসভায় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটা পৌরসভা এলাকা থেকে হাজারও নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি কখনো দখলের রাজনীতি করে না। মানুষের মন জয় করেই বিএনপি রাজনীতি করে। আস্থার কারণেই মানুষ বিএনপির কাছে ছুটে আসে। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে শেষ করেছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে। যার কারণে তারা দলবল নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না। আমি কুয়াকাটায় পাঁচবার রাজনৈতিক সভায় অংশ নিতে এসে হামলা ও মামলার শিকার হয়েছি। তখন জনগণের কথা বলার সুযোগও পাইনি, উল্লেখ করে তিনি নেতাকর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, আমার নেতাকর্মীদের দ্বারা কোনো অন্যায় সংঘটিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান হাওলাদারসহ উপজেলা, থানা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মিরা। সঞ্চালনায় ছিলেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫২:২৫ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ