খুলনা-মোংলা মহাসড়ক যেন মরণফাঁদ

হোম পেজ » খুলনা » খুলনা-মোংলা মহাসড়ক যেন মরণফাঁদ
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫


 

খুলনা-মোংলা মহাসড়ক যেন মরণফাঁদ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং নিম্নমানের কাজে খুলনা-মোংলা মহাসড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এ সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। সচেতনমহল বলছে, সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণে এই অবস্থা।

মোংলা বন্দর থেকে সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই মহাসড়ক। বিকল্প না থাকায় পণ্যবাহী ও অন্যান্য যানবাহন বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।

প্রতিবছরের মতো এবারও বর্ষায় সড়কের করুণ চিত্র তৈরি হয়েছে। কিছুদিন আগেই সংস্কার হলেও স্বল্প সময়ের মধ্যেই ফের আগের দশায় ফিরে গেছে। খানাখন্দে গাড়ির চাকা ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাতে আলো না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলার পণ্য পরিবহনের মূল পথ এই মহাসড়ক। ২৫ কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের এবং ৫ কিলোমিটার মোংলা বন্দর কর্তৃপক্ষের আওতায়। কুদির গাছতলা মোড়, লকপুর, কাটাখালি, শ্যামবাগাত, চুলকাঠি, ফয়লা বিমানবন্দর, ভাগা, ঝনঝনিয়া ও জিরোপয়েন্ট এলাকায় সড়কটির অবস্থা সবচেয়ে খারাপ।

গাড়িচালক রিপন, হানিফ ও আল-আমিন জানান, সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। ভারি যানবাহনের চাপে সংস্কার টিকে না। এতে দুর্ঘটনা বাড়ছে। পথচারী ও মোটরসাইকেল আরোহীরাও মারাত্মক ঝুঁকিতে থাকেন।

পথচারী আলতাফ বলেন, সময় ও অর্থ- দুই দিক দিয়েই ক্ষতি হচ্ছে। দ্রুত সংস্কার দরকার।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, বর্ষায় বটতলা থেকে দিগরাজ পর্যন্ত মহাসড়কে খানাখন্দ তৈরি হয়েছে। ইতোমধ্যে আংশিক সংস্কার শেষ হয়েছে, বাকি কাজ আগামী সপ্তাহে শেষ হবে। দিগরাজ থেকে মোংলা বন্দর পর্যন্ত সড়কের দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯:০০:৪৫ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ