ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

হোম পেজ » সর্বশেষ » ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫


ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)

 

 

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি - বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সুনামগঞ্জের ছাতকেও পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।

মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। দিবসটির সূচনা হয় সকাল ১০টায় এক বর্ণাঢ্য যুব র‌্যালির মধ্য দিয়ে। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্য ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে সকাল ১০:৩০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শপথ পাঠ, সনদপত্র ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠান।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবকরাই একটি জাতির চালিকাশক্তি। তাদের সৎ, দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল করে গড়ে তুলতে পারলেই আমরা একটি স্মার্ট, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বর্তমান সরকার যুব উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও উদ্যোক্তা গড়ার জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে, যা সরাসরি যুবসমাজকে শক্তিশালী করছে। তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “যুবসমাজ যদি সচেতনভাবে এগিয়ে আসে, তবে তারা শুধু নিজেদের নয়, বরং পুরো দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”

 

আলোচনা শেষে যুবদের মাঝে সনদপত্র ও ঋণ বিতরণ করেন প্রধান অতিথি। এরপর যুবসমাজকে দেশ ও সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বানে শপথ পাঠ করানো হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচালিত হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপণ কার্যক্রম।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিলন আহমদ প্রমুখ। এসময় সভায় ছাতক প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

এএমএল/এমআর

 

বাংলাদেশ সময়: ১৮:২১:১৪ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ