পুলিশের আইডি কার্ড উদ্ধার! আওয়ামী লীগ পরিচয়ে ভারতে আশ্রয়প্রার্থী চার বাংলাদেশি আটক

হোম পেজ » সর্বশেষ » পুলিশের আইডি কার্ড উদ্ধার! আওয়ামী লীগ পরিচয়ে ভারতে আশ্রয়প্রার্থী চার বাংলাদেশি আটক
সোমবার ● ১১ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, সিলেট

মেঘালয়ের রংডাঙাই গ্রামে বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে চার বাংলাদেশিকে আটক করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে   রাজ্য পুলিশ এ অভিযান চালায়। এর আগের রাতেই অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে ওই গ্রামে হামলা ও অপহরণের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে মেঘালয়ের রাজ্য পুলিশ সূত্রে এ খবর পাওয়া যায়।

আটককৃতরা হলেন- জাহাঙ্গীর আলম (জামালপুর সদর), মারফুর রহমান (জামালপুর; দাবি আছে তিনি বাংলাদেশ পুলিশ কনস্টেবল ছিলেন), সায়েম হোসেন (নারায়ণগঞ্জ) ও মেহফুজ রহমান (কুমিল্লা)।

স্থানীয় বাসিন্দা বালসাং এ. মারাককে আক্রমণ ও অপহরণের চেষ্টা করা হলে তিনি গুরুতর আহত হন। তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন অভিযুক্ত জানান, তিনি তক্ষক শিকার করতে এসেছিলেন। অন্য তিনজন দাবি করেছেন, দেশে রাজনৈতিক মামলার কারণে ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় তারা ভারতে আশ্রয়প্রার্থী হয়েছেন। পুলিশ এসব তথ্য যাচাই করছে।

অভিযানস্থল থেকে একটি বাংলাদেশ পুলিশ আইডি কার্ড, হাতকড়া, পিস্তল হোলস্টার, একটি ম্যাগাজিন কভার, রেডিও সেট, মোবাইল ফোন, মুখোশ, কুঠার, তার কাটার যন্ত্র, বাংলাদেশি মুদ্রা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। আইডিটি আটক মারফুর রহমানের বলে দাবি করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা বিএসএফ ও পুলিশের সহায়তায় চারজনকে ধরে আনছে। গ্রেফতারের আগে কিছু লোক তাদের ওপর শারীরিক হামলাও করেছে। আটককৃতদের হিন্দিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের হাতে হাতকড়া রয়েছে।

বিজিবি সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, জিরো পয়েন্ট থেকে প্রায় আট কিলোমিটার ভেতরে তাদের ধরে আনা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী তারা ৬-৭ জন মিলে ভারতে প্রবেশ করেছিল এবং উদ্দেশ্য সন্দেহজনক ছিল। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার স্তরে যোগাযোগ চলছে।

বাংলাদেশ সময়: ৭:৪৯:৫৪ ● ২৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ