গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ, ৫ জন আটক

হোম পেজ » গণমাধ্যম » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ, ৫ জন আটক
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সের মাত্র ৫০ গজ দূরে চায়ের দোকানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সিঁড়ির পাশে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে ওই এলাকায় বাদশা নামে এক ব্যক্তি গোলামী নামের এক নারীকে মারধর করলে ওই নারীর লোকজন চাপাতি নিয়ে বাদশাকে কুপাতে যায়। সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করায় তুহিনকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় ভাই মো. সেলিম মিয়া বাসন থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

বাদ জুমা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ মাঠে তুহিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ জানাজায় অংশ নেন। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম, এনসিপির নেতারা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধি জানাজায় উপস্থিত ছিলেন।

এই হত্যাকাণ্ডে গাজীপুরে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সাংবাদিকরা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। প্রতিদিনের কাগজ-এর সম্পাদক খায়রুল আলম রফিক ও সিনিয়র সাংবাদিক ফজলুল হক মোড়ল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. রবিউল হাসান বলেন, মামলা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহত আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের চান্দনা এলাকায় থেকে ইউনানি ওষুধের ব্যবসা ও সাংবাদিকতা করতেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:২০ ● ৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ