বাবুগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
সোমবার ● ৪ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাতুল (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) বিকেলে রহমতপুর ইউনিয়নের উত্তর রহমতপুর এলাকার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। নিহত রাতুল একই এলাকার রিপন হাওলাদার ও জোৎস্না বেগম দম্পতির  ছেলে তিনি রহমতপুর বাজারে একটি ভাতের হোটেল পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালতা গাছের একটি ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাতুলের মরদেহ ঝুলতে দেখা যায়। তার বড় ভাই সাব্বির প্রথমে মরদেহ দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এটি আত্মহত্যা না হত্যা- এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

বাংলাদেশ সময়: ২০:০২:১১ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ