গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
রবিবার ● ৩ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বক্কর প্যাদা (৪৫)কে বরিশালের গৌরনদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুইজন এএসআইসহ একটি টিম নিয়ে তিনি অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজধানীর হাজারীবাগ থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি বক্কর প্যাদাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, ট্রাইব্যুনাল-৫ গত বছরের ১৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১(ক) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের দিন থেকেই বক্কর প্যাদা পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে রোববার বিকেলে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৭:০৯ ● ১০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ