জিয়াকে রাজাকার বলা নিয়ে বাবুগঞ্জে বিক্ষোভ-স্মারকলিপি

হোম পেজ » বরিশাল » জিয়াকে রাজাকার বলা নিয়ে বাবুগঞ্জে বিক্ষোভ-স্মারকলিপি
রবিবার ● ৩ আগস্ট ২০২৫


 জিয়াকে রাজাকার বলা নিয়ে বাবুগঞ্জে বিক্ষোভ-স্মারকলিপি

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

ফেসবুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার উল্লেখ করে মন্তব্য করায় উত্তাপ ছড়িয়েছে বরিশালের বাবুগঞ্জে। মন্তব্যকারী সরকারি আবুল কালাম কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানার অপসারণ দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছে বিএনপি।

রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির নেতারা কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেন। তারা অভিযোগ করেন, ইয়াসমিন সুলতানা ফেসবুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন।

দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। কোটি মানুষ তার আদর্শে অনুপ্রাণিত। তাকে নিয়ে এমন মন্তব্য মেনে নেওয়া যায় না। আমরা শিক্ষকের অপসারণ চাই। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্মারকলিপি দেওয়ার সময় নেতাকর্মীরা অপসারণ ও বিচারের দাবিতে স্লোগান দেন।

উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন আহ্বায়ক এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত, যুগ্ম আহ্বায়ক শাহিন মাঝি ও রফিকুল ইসলাম লিটন, ইউনিয়ন বিএনপির সদস্য লুৎফুর রহমান, আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম উজ্জ্বল, সদস্য জিয়া শিকদার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. সোহেল হাওলাদারসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২২:০০:২৬ ● ১০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ