সারাদেশে ১১ দিন ‘বিশেষ সতর্কতা’, চলবে অভিযান

হোম পেজ » জাতীয় » সারাদেশে ১১ দিন ‘বিশেষ সতর্কতা’, চলবে অভিযান
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক

 

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। সহিংসতা ও নৈরাজ্যের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এসবি’র পাঠানো চিঠিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সরকারবিরোধী দল ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো অনলাইন-অফলাইনে কর্মসূচি পালন করছে।

 

এই সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বিবেচনায় নিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, স্থাপনাসমূহে নিরাপত্তা, সাইবার গোয়েন্দা কার্যক্রম ও মোবাইল টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিশেষ অভিযানে মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হবে। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের আশপাশেও বাড়ানো হবে নজরদারি।

 

এসবি’র মতে, আওয়ামী লীগের কিছু নেতা মাঠে না থাকলেও অনলাইনে সক্রিয় ‘ভার্চুয়াল স্কোয়াড’ গড়ে তুলেছে। এসব স্কোয়াড সামাজিক মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশবিরোধী শক্তির ষড়যন্ত্র রুখতে হবে কঠোর হাতে। যেকোনো অস্থিতিশীলতাকে কঠোরভাবে দমন করা হবে।

বাংলাদেশ সময়: ৯:০৪:৫১ ● ২২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ