গভীর সমুদ্রে নিখোঁজ ট্রলার, ১৫ জেলের সন্ধান নেই

হোম পেজ » লিড নিউজ » গভীর সমুদ্রে নিখোঁজ ট্রলার, ১৫ জেলের সন্ধান নেই
সোমবার ● ২৮ জুলাই ২০২৫


প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুর উপকূল থেকে মাছ ধরতে গিয়ে ১৫ জন জেলেসহ একটি মাছধরা ট্রলার গভীর সমুদ্রে নিখোঁজ হয়েছে।

 

২৩ জুলাই সকাল ১০টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এলাকা থেকে নামবিহীন ট্রলারটি সাগরে যায়। ছয়টি ট্রলার একসঙ্গে গভীর সমুদ্রে গিয়ে পাঁচটি ঘাটে ফিরলেও একটি ট্রলার এখনো ফেরেনি।

 

নিখোঁজ ১৫ জেলেরা হচ্ছেন, রশিদ, রাজিব, রাহাত, নজরুল, হাসান, সাগর, হারুন, রফিক, সাগর (১), ইদ্রিস, গিয়াস, হারুন (২), কালাম, ইব্রাহিম ও হাসান।

 

স্থানীয়দের ধারণা, ট্রলারটি হয়তো ভুলক্রমে ভারতের জলসীমায় ঢুকে পড়েছে। বিষয়টি নিয়ে প্রশাসন ও উপকূলীয় বাহিনীকে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:২৩ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ