
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামী’র জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন পৌর শাখার উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৩ জুলাই ) বাদ আসর খাসমহল জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর রোডে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় পৌর জামায়াতের আমীর অধ্যাপক মামুন আলমের
সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর, ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনে জামায়াতে ইসলামী’র এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন।
মিছিল ও পথসভায় বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, প্লেকার্ড ও দাড়িপাল্লা নিয়ে অংশ গ্রহণ করেন।
পথসভায় অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, জাতীয় নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার শেষ করতে হবে। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করলেই কেবল মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে শিষ্টাচার বজায় রেখে স্লোগান দেওয়ার আহবান জানান।
বিশেষ অতিথি’র বক্তব্যে অধ্যক্ষ মীর শরীফ হোসেন জামায়াতের ৭ দফা দাবি বাস্তবায়নে সকলকে আগামী ১৯ জুলাই ঢাকায় সমাবেশে অংশ গ্রহণের আহবান জানান।
এএইচ/এমআর