
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে ৬৫ মণ ইলিশ নিয়ে ফিরেছে একটি মাছ ধরার ট্রলার। রোববার (১৩ জুলাই) দুপুরে মাছগুলো মহিপুরের আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। নিলামে এসব মাছ বিক্রি হয়েছে ৩৯ লাখ ৬০ হাজার ১৪০ টাকায়।
মেসার্স খান ফিস নামের একটি আড়তে মাছগুলো নিলামে তোলা হয়। ইলিশের এমন বড় চালান পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা।
গভীর সমুদ্রেই ধরা পড়ে কাঙ্ক্ষিত চালান
এফবি সাদিয়া-২ নামের ট্রলারটি গত ৯ জুলাই আলীপুর ঘাট থেকে ২৩ জন জেলে নিয়ে সমুদ্রে যায়। কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে গভীর সমুদ্রে জাল ফেলে ধরা পড়ে ইলিশগুলো।
মাছগুলো তিন ধাপে ওজন অনুসারে ভাগ করে বিক্রি করা হয়- এসবের মধ্যে ৯০০ গ্রাম থেকে ১ কেজি প্রতি মণ ৯৫ হাজার টাকা, ৬০০-৮০০ গ্রাম প্রতি মণ ৭০ হাজার টাকা, ৪০০-৫০০ গ্রাম প্রতি মণ ৫৬ হাজার টাকা এবং অন্যান্য সামুদ্রিক মাছ বিক্রি হয়েছে ১ লাখ ১৭ হাজার টাকায়।
ট্রলারের মাঝি শাহাবুদ্দিন সাগরকন্যাকে বলেন,
নিষেধাজ্ঞার পর সমুদ্রে গিয়ে অনেকবার ঝড়-জলোচ্ছ্বাসের মধ্যে পড়েছি। এবার কাঙ্ক্ষিত মাছ পেয়েছি। এই আয় দিয়ে আগের লোকসান পুষিয়ে উঠতে পারবো।
আড়তের ম্যানেজার মো. সাগর ইসলাম বলেন, অনেকদিন পর সাগরে ভালো মাছ পাওয়া গেছে। এ চালান জেলেদের জন্য আশার আলো।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিষেধাজ্ঞার সুফল এখন মিলছে। জেলেরা বড় আকারের মাছ পাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে সামনে আরও ভালো ফল মিলবে।