আমতলীতে ট্রান্সফরমা বসাতে গিয়ে লাইনম্যান নিহত

হোম পেজ » বরগুনা » আমতলীতে ট্রান্সফরমা বসাতে গিয়ে লাইনম্যান নিহত
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫


প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলী উপজেলার কৃষ্ণনগরে ট্রান্সফরমা বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী বায়েজিদ হোসেন আকাশ (৩২) বরিশাল বিমান বন্দর থানার তহুতপুর গ্রামের কাজী বাকের হোসেনের ছেলে। কাজী বায়েজিদ হোসেন আকাশ আমতলী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে একটি নতুন ট্রান্সফরমা বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আকাশ। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসক ডা. লুনা বিনতে হক তাঁকে মৃত ঘোষণা করেন। ডা. লুনা সাগরকন্যাক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিন হোসেন সেরনিয়াবাত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল কাশেম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:২০:৫৯ ● ৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ