নেপথ্যের সহযোগী জনৈক পুলিশ ও রাজনীতিক তালতলীতে ইয়াবা সম্রাট কবির খাঁনের মাদক সাম্রাজ্য!

হোম পেজ » বরগুনা » নেপথ্যের সহযোগী জনৈক পুলিশ ও রাজনীতিক তালতলীতে ইয়াবা সম্রাট কবির খাঁনের মাদক সাম্রাজ্য!
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে ভয়াবহভাবে বিস্তার করছে ইয়াবার নেটওয়ার্ক। স্থানীয়দের দাবি, এর মূল হোতা হলেন সদর উপজেলার আগা পদ্মা গ্রামের মো. কবির খাঁন। দীর্ঘ এক দশক ধরে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে সড়ক ও নৌপথে ইয়াবা এনে বরগুনা জেলায় ছড়িয়ে দিচ্ছেন কবির। তালতলী শহর ও আশপাশে রয়েছে তার একাধিক গোপন আস্তানা। রয়েছে শতাধিক ডিলার ও বিক্রেতা।

অভিযোগ: রাজনৈতিক ও পুলিশের ছত্রছায়া-

স্থানীয়রা জানান, কবির প্রথমে যুবলীগের এক নেতার ছায়ায় ছিলেন, পরে বিএনপি ঘনিষ্ঠ হয়ে পড়েন। পুলিশের একটি গোয়েন্দা ইউনিটের এক এসআইর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ রয়েছে। ফলে অভিযানের আগে প্রশাসনের ভেতর থেকেই তিনি তথ্য পেয়ে যান বলে দাবি এলাকাবাসীর।

অভিযানে ধরা পড়লেও ‘অদৃশ্য’ হয়ে যান-

সাম্প্রতিক এক অভিযানে নৌবাহিনী ১০ কেজি গাঁজাসহ পারভেজ ও রাজিব নামে দুইজনকে আটক করলেও পুলিশ তাদের খুঁজে পায়নি। স্থানীয়দের দাবি, এই ঘটনায়ও কবিরের যোগসাজশ রয়েছে।

একটি ভয়াল চিত্র-

তালতলী শহরেই কবিরের নিয়ন্ত্রণে আছেন শহীদুল, জলিল, হনুফা, সরোয়ার, রাজু, বনি আমিন, পারভেজ, রাজিবসহ একাধিক মাদক বিক্রেতা। তারা এলাকাভিত্তিক ইয়াবা সরবরাহ করে থাকে। উপজেলার প্রতিটি গ্রামে মাদকের ছোঁয়া লেগেছে এদের বদৌলতে।

প্রশাসনের বক্তব্য-

তালতলী থানার ওসি মো. শাহাজালাল বলেন, কবির নামটি শুনেছি, তবে বিস্তারিত জানি না। তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ বলেন, মাদকের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কবিরের বিষয়ে তথ্য পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি-

তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী নেতা মো. মাহবুবুল আলম মামুন বলেন, মাদকের ভয়াবহতা ঠেকাতে মাইকিং করেছি। কিন্তু পুলিশ নির্বিকার। নৌবাহিনী অভিযান চালালেও পুলিশের তৎপরতা নেই।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রাজনৈতিক নেতার বক্তব্য হচ্ছে, ক্ষমতা যার, মাদক নিয়ন্ত্রণও তার!

বাংলাদেশ সময়: ১৮:৫৪:২১ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ