
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহানুর রহমান সুমনের দলীয় পদ স্থগিতের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে সলিমপুর টোলপ্লাজা সংলগ্ন কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সান্টু, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল হাওলাদার ও সদস্য ইয়াকুব প্রমুখ।

বক্তারা বলেন, “সুমন একজন ত্যাগী নেতা। আওয়ামী লীগের শাসনামলে হামলা-মামলার শিকার হয়েও সংগঠনের পাশে ছিলেন। তাঁর মতো নেতা হারালে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সুমনের স্থগিত পদ দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানাই। অন্যথায় কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (১ জুলাই) সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা ও সদস্য সচিব ঢালী রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সুমনের সব পদ স্থগিত করা হয়।