ভোটে নির্বাচিত হলেন ওয়ার্ড কমিটির নতুন নেতৃত্ব স্বরূপকাঠীতে পৌর বিএনপির ওয়ার্ড সম্মেলন সম্পন্ন

হোম পেজ » পিরোজপুর » ভোটে নির্বাচিত হলেন ওয়ার্ড কমিটির নতুন নেতৃত্ব স্বরূপকাঠীতে পৌর বিএনপির ওয়ার্ড সম্মেলন সম্পন্ন
বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫


স্বরূপকাঠীতে বিএনপি’র ত্রি-বার্ষিক কাউন্সিল

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ(পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌর বিএনপির ওয়ার্ডভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে এ সম্মেলন হয়।

 

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর মূল সম্মেলন শুরু হয় পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. কাজী কামাল হোসেনের সঞ্চালনায়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান এবং জেলা সদস্য মো. নজরুল ইসলাম খান।

প্রধান অতিথি বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। তাই তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

সম্মেলনে দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটে ৯টি ওয়ার্ডের ১০০ জন ভোটার ভোট দিয়ে ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।


# নির্বাচিত নেতৃবৃন্দের তালিকা (পাশপাশি):

১নং ওয়ার্ড: মোঃ নছির উদ্দিন (সভাপতি), মোঃ রুহুল আমিন (সাধারণ সম্পাদক), মোঃ আলমগীর হোসেন (সাংগঠনিক সম্পাদক) ২নং ওয়ার্ড: শহিদুল ইসলাম (সভাপতি), মোঃ কাওসার আহমেদ (সাধারণ সম্পাদক), মোঃ সিদ্দিকুর রহমান নান্টু (সাংগঠনিক সম্পাদক) ৩নং ওয়ার্ড: মোঃ মহসিন মিলু (সভাপতি), মোঃ শহিদুল ইসলাম বিল্লাল (সাধারণ সম্পাদক), মোঃ রিপন হোসেন (সাংগঠনিক সম্পাদক) ৪নং ওয়ার্ড: আঃ সোবহান মিয়া (সভাপতি), মোঃ হুমায়ুন কবির স্বপন (সাধারণ সম্পাদক), মোঃ রফিকুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক) ৫নং ওয়ার্ড: কাজী ফয়সাল শুভ্র (সভাপতি), মোঃ হাসান (সাধারণ সম্পাদক), মোঃ জাকির রায়হান (সাংগঠনিক সম্পাদক) ৬নং ওয়ার্ড: মোঃ চাঁন মিয়া (সভাপতি), কাজী মনিরুজ্জামান রিপন (সাধারণ সম্পাদক), মোঃ লিটন মিয়া (সাংগঠনিক সম্পাদক) ৭নং ওয়ার্ড: মোঃ আনিছুর রহমান বাদল (সভাপতি), মোঃ জাহিদ হোসেন (সাধারণ সম্পাদক), মোঃ মন্টু মিয়া  (সাংগঠনিক সম্পাদক) ৮নং ওয়ার্ড: মোঃ মনিরুল ইসলাম মামুন (সভাপতি), মোঃ লোকমান হোসেন (সাধারণ সম্পাদক), মোঃ রাসেল বিশ্বাস (সাংগঠনিক সম্পাদক) এবং ৯নং ওয়ার্ড: মোঃ নজরুল ইসলাম (সভাপতি), মোঃ মামুন (সাধারণ সম্পাদক), আল আমিন (সাংগঠনিক সম্পাদক)

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২০:২৫ ● ২২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ