পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

হোম পেজ » রাজনীতি » পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
বুধবার ● ২ জুলাই ২০২৫


 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন। শনিবার সকালে ব্যায়ামাগার এলাকায় দলীয় নেতাকর্মীদের মিছিলে মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল।

 

সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

 

বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১৫১৪ জন ডেলিগেট ও কাউন্সিলর প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচিত করবেন। ভোটগ্রহণ চলবে টানা ৪ ঘণ্টা। সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

 

বক্তব্যে কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে দলীয় সরকার নয়, বরং জাতীয় সরকার গঠন করবে। নতুন কমিটি গঠনের মাধ্যমে দল আরও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, ২০০২ সালের ১৪ এপ্রিল সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি গঠিত হয়। ২০০৯ সালে সেই কমিটি বিলুপ্ত করে আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক করে গঠিত হয় আহ্বায়ক কমিটি। পরে ২০১৩ সালে সম্মেলন ছাড়াই ১৬৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়, যার মেয়াদ শেষ হয় ২০২০ সালের ২ নভেম্বর। এরপর ৩ নভেম্বর বর্তমান আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণ করে।

 

বাংলাদেশ সময়: ১৪:০৮:৫৭ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ