নেছারাবাদে বিষক্রিয়ায় জেলের দুই গরুর মৃত্যু

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে বিষক্রিয়ায় জেলের দুই গরুর মৃত্যু
বুধবার ● ২ জুলাই ২০২৫



নেছারাবাদে দুর্বৃত্তের দেয়া বিষে জেলের দুইটি গরুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে দুর্বৃত্তের দেয়া বিষে মো. সোহাগ নামের এক জেলের দুটি গরু মারা গেছে। মঙ্গলবার রাতে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোহাগ মিয়ার অভিযোগ, শত্রুতাবশত কলা বা আমের সঙ্গে বিষ মিশিয়ে রাতের আঁধারে গরুগুলোকে খাওয়ানো হয়। মৃত গরুগুলোর মধ্যে একটি অন্তঃসত্ত্বা এবং অন্যটি গাইগরু। আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় দুই লাখ টাকা বলে দাবি করেন সোহাগ ও স্থানীয়রা।

সোহাগের স্ত্রী পারভীন বেগম জানান, প্রতিদিনের মতো দুপুরে গরুগুলোকে গোসল করিয়ে খইর, ভূষি ও ভাতের মাড় খেতে দেন। বিকেলে স্বামী কাঁচা ঘাস এনে খাওয়ান। সন্ধ্যার পর সোহাগ মাছ ধরতে নদীতে গেলে গরুগুলো ছটফট করতে শুরু করে। একপর্যায়ে দুটি গরু মারা যায় এবং একটি ষাঁড় গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয় পশু চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, গরুর খাদ্যে বিষ মেশানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। একটি মারা গেছে এবং অপর অসুস্থ গরুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ায় সেটি এখন আশঙ্কামুক্ত বলেও জানান এই চিকিৎসক।

সোহাগ মিয়া জানান, নিজের কিছু সঞ্চয় এবং এনজিও থেকে ঋণ নিয়ে একটি গরু কিনেছিলেন। সেই গরু থেকেই বংশবিস্তার করে তিনটি হয়েছিল। এখন দুটি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন বলেও দাবি তার।

বাংলাদেশ সময়: ১৪:১৭:১৭ ● ১৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ