কাউখালীতে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু
বুধবার ● ২ জুলাই ২০২৫


 

নিহত শিশু ছামিয়ার সংগৃহীত ছবি

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেলের চাপায় ইলমা আক্তার ছামিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

 

বুধবার দুপুরে উপজেলার চিরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছামিয়া মো. দুলাল মোল্লার মেয়ে ও চিরাপাড়া এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে চিকিৎসা শেষে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল ছামিয়া। বটতলায় অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দেয়।

 

আহত অবস্থায় স্থানীয়রা ছামিয়াকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কাউখালী থানার ওসি মো. সোলায়মান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:০৩:২৪ ● ৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ