বাবুগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন
বুধবার ● ২ জুলাই ২০২৫



বাবুগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জে ভূমি সংক্রান্ত সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে চালু হয়েছে ভূমিসেবা সহায়তা কেন্দ্র।

বুধবার সকালে উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর বন্দর বাজারে কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, ভূমি উপ-সহকারী কর্মকর্তা পাপীর খানম ও সহায়তা কেন্দ্র ইনচার্জ আল-আমিনসহ স্থানীয় ব্যক্তিরা।

ইউএনও ফারুক আহমেদ বলেন, “এই কেন্দ্রের মাধ্যমে প্রান্তিক ও প্রযুক্তি-অনভিজ্ঞ মানুষও ভূমি উন্নয়ন কর, মিউটেশন আবেদন, খতিয়ান ও নকশা সংগ্রহসহ বিভিন্ন সেবা সহজে পাবেন। এটি সময়, ভোগান্তি ও দুর্নীতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।”

বাংলাদেশ সময়: ১৬:১২:৪৩ ● ৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ