
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোহাম্মদ নিজাম উদ্দিনের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় আমতলী সদর ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাট এলাকায় ভুক্তভোগীরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।
অভিযোগ রয়েছে, সচিব নিজাম উদ্দিন ইউনিয়নের ভিজিডি কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা, জন্ম নিবন্ধন, জেলে চাল ও হতদরিদ্রদের জন্য বরাদ্দ চাল বিতরণের সময় অনিয়ম করে অর্থ আদায় করেছেন।
ভুক্তভোগীরা জানান, গত জুনে শুরু হওয়া ভিজিডি রেজিস্ট্রেশনেও টাকা নেওয়া হয়েছে। বারবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাননি তারা।
মানববন্ধনে বক্তৃতা করেন আমতলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালাল মৃধা, সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টার, যুবদল নেতা মোকলেছ মৃধা, এনাম সরকার, মাহবুব প্যাদা, গাজী সোলায়মানসহ স্থানীয় ভুক্তভোগী নারী-পুরুষ।
বক্তারা সচিব নিজাম উদ্দিনের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অভিযুক্ত সচিব নিজাম উদ্দিন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।”
তবে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ খাঁন তাপস বলেন, “ভুক্তভোগীদের অভিযোগ সত্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খাঁন বলেন, “মানববন্ধনের বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”