
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ খানের বসতবাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে একটি ঘরে জিম্মি করে মুখোশধারী ডাকাতরা ওয়ারড্রোব, ড্রেসিং টেবিল ও আলমারির লকার ভেঙে প্রায় সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার, পাঁচ লাখের বেশি নগদ টাকা, দলিলপত্র, ব্যাংক চেক, চারটি মোবাইল ও মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়।
সোমবার (৩০ জুন) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ খান রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল কৌশলে বাড়ির ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যকে জিম্মি করে এক কক্ষে আটক রেখে মারধর করে ডাকাতরা।
ভুক্তভোগী মজিদ খান জানান, পরিবারের ভাই-বোন, মেয়েসহ আত্মীয়দের স্বর্ণালংকার স্ত্রীর হেফাজতে ছিল। ডাকাতরা সেগুলো ছাড়াও নগদ টাকা, ব্যাংকের চেক, দলিলপত্র, চারটি মোবাইল ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে।
ডাকাতি চলাকালে বড় ছেলে শাওন ৯৯৯ নম্বরে কল দিলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই ডাকাতরা পালিয়ে যায়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এমআর