ঢাকা-ভাঙ্গা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হোম পেজ » ঢাকা » ঢাকা-ভাঙ্গা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রবিবার ● ১৫ জুন ২০২৫


 

---

মাদারীপুর সাগরকন্যা প্রতিনিধি

 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মদারীপুরের শিবচরের সূর্যনগরে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় রফিক উদ্দীন মাতুব্বর (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রফিকউদ্দিন মাতুব্বর বরিশালের উজিরপুর উপজেলার সিরাজউদ্দীন মাতুব্বরের ছেলে।

 

পুলিশ জানায়, রোববার দুপুরে ঢাকা থেকে বাড়ি মোটরসাইকেলে বরিশালের উজিরপুরে বাড়ি ফিরছিল রফিক। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর শিবচরের সূর্য্যনগর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা যাত্রীবাহি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে রেলিংয়ের সাথে সজোরে আঘাত লেগে ঘটনাস্থলেই  রফিক নিহত হন। শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৩২ ● ১১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ