
কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
কুয়াকাটায় সাবেক ইউপি সদস্যসহ ৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় একটি আবাসিক হোটেল থেকে শনিবার গভীর রাতে মহিপুর থানা পুলিশ তাদেরকে আটক করে। এরপর আজ রোববার সকালে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানিয়েছে, মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের সদ্য সাবেক ইউপি সদস্য খ্যাতনামা মৎস্য ব্যবসায়ী ইউসুফ কোম্পানীসহ কতিপয় জুয়ারী কুয়াকাটার আবাসিক হোটেল সুপারস্টারের একটি কক্ষে জুয়া খেলছিল। এমন খবরে শনিবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ইউসুফ কোম্পানীসহ কুয়াকাটার আলীপুরের মৃত ছোমেদ সিকদারের ছেলে টুকু সিকদার, জেলার কলাপাড়া পৌর মহরের রহমতপুরের মৃত নুরুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ, বরগুনা জেলার মাইঠা গ্রামের সুলতান মিয়ার ছেলে লিটন এবং একই গ্রামের আঃ আজিজের ছেলে মাসুদকে আটক করা হয়। জুয়ার আসর থেকে নগদ ৬২ হাজার ৫২ টাকা ও একজোড়া তাস উদ্ধারের দাবিও ছিল পুলিশের।
পুলিশ আরো জানায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে জুয়ার আসর চলছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে হাতেনাতে আটক করে তারা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল মালিক ও ম্যানেজার পালিয়েছে বলেও জানানো হয়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ৫ জুয়ারীকে আটকের খবর নিশ্চিত করে এদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের কথা জানিয়েছেন।