নাজিরপুরে ট্রলারসহ ডাকাত দলের ৩সদস্য গ্রেফতার
হোম পেজ »
পিরোজপুর »
নাজিরপুরে ট্রলারসহ ডাকাত দলের ৩সদস্য গ্রেফতার
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের নাজিরপুরে ট্রলার সহ আন্ত:জেলা ডাকাত দলের ৩সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত প্রেস ব্রিফিং করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো-বরিশালের বানারিপাড়া উপজেলার মরিচাবুনিয়া গ্রামের সুশান্ত চক্রবর্তীর ছেলে শুভংকর ওরফে শুভ চক্রবর্তী (৩৫), রবগুনা জেলার সদর উপজেলার বড়ইতলা খারাকান্দা গ্রামের জব্বর সিকদারের ছেলে মো. বারেক সিকদার(৩৯) এবং একই জেলা ও উপজেলার শিয়ালিয়া গ্রামের নুরুল ইসলাম শিকদারের ছেলে মো. সেলিম সিকদার (৫৩)। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তাদের উপজেলার বৈঠাকাটা বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে তাদের বহনকরা একটি ট্রলার আটক করা হয়। ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন দস্যুতার অভিযোগে গ্রেফতারকৃত শুভংকরের নামে ৮টি, বারেক সিকদারের ৪ টি , সেলিম সিকাদারের নামে ৬টি মামলা রয়েছে। ওইসব মামলার কয়েকটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃতরা এলাকায় ডাকাতির জন্য সেখানে প্রস্তুতি নিচ্ছিলো।
এএএইচ/এমআর
বাংলাদেশ সময়: ২১:১৭:২৪ ●
১৮৭ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)