নাজিরপুরে বাসের ধাক্কায় পিকআপের ক্ষতি, আহত-৩

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে বাসের ধাক্কায় পিকআপের ক্ষতি, আহত-৩
মঙ্গলবার ● ১৮ জানুয়ারী ২০২২


নাজিরপুরে বাসের ধাক্কায় পিকআপের ক্ষতি, আহত-৩

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে বাসের ধাক্কায় পিকাপ ভ্যান ভাংচুর ও চালকসহ ৩ জন আহত হয়েছে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার(১৭জানুয়ারী) রাতে  পিরোজপুর-নাজিরপুর সড়কের নাজিরপুরের কবিরাজবাড়ি  নামক স্থানে।
থানা পুলিশ ও আহতদের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, ওই রাতে পিরোজপুর-পাটগাতি সড়কে চলা একটি নাম্বার প্লেট বিহীন বাস পাটগাতির দিকে যাচ্ছিলো। এ সময় ওই সড়কের দীঘিরজান নামক স্থানে তেলের পাম্প থেকে তেল নিয়ে বেড় হওয়ার সময় পিকাপ ভ্যানটিকে ওই বাসটি ধাক্কা দেয়। এতে ওই পিকাপ ভ্যানে থাকা ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার মাছ ব্যবসায়ী জলিল হোসেন (৪০), পিকাপ ভ্যানের চালক খলিলুর রহমানের ছেলে জুয়েল হোসেন (২১) ও মফিজুর রহমানের ছেলে হাদিস হোসেন (২২) গুরুতর আহত হন। ভ্যানটি বাগেরহাটের ফকিরহাট থেকে মাছ নিয়ে যাচ্ছিলো।
থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, বাসটিকে আটক করা হয়েছে। আহতদের পক্ষ থেকে কোন মামলা দায়ের হয় নি।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৭:২৪ ● ৬৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ