পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে ৮ চীনা নাগরিকের আগমন

প্রথম পাতা » পায়রা বন্দর » পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে ৮ চীনা নাগরিকের আগমন
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০


পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে ৮ চীনা নাগরিকের আগমন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে আরও আটজন চীনা নাগরিক এসে পৌছেছেন। এরা সবাই কোয়ারেন্টাইন শেষ করেই কলাপাড়ায় পৌছেছেন। এদের বৃহস্পতিবার (২৬ মার্চ) কাজে যোগ দেয়ার কথা রয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার এ খবর নিশ্চিত করেছেন। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র সুত্রে জানা গেছে, বর্তমানে প্রায় আড়াই হাজার বাঙ্গালী ও প্রায় ১২ শ’ চীনা নাগরিক পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে কর্মরত রয়েছেন। বর্তমানে তাপ বিদ্যুত কেন্দ্রে কর্মরত সকল শ্রমিকসহ প্রকৌশলী, কর্মকর্তারা সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন বলে নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছে। ওখানে স্বাভাবিক কাজকর্ম চলছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৬:১২ ● ১৯৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ