বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক পরিবারের ৩ জনের মৃত্যু

প্রথম পাতা » ঢাকা » বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক পরিবারের ৩ জনের মৃত্যু
শনিবার ● ২৬ জানুয়ারী ২০১৯


---

ঢাকা সাগরকন্যা অফিস॥
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু। সদরঘাট থানার ওসি আবদুর রাজ্জাক জানান, গত শুক্রবার রাতে উপজেলার তৈলঘাট এলাকায় বুড়িগঙ্গায় নৌকা ডুবির এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রোজিনা বেগম (৪০), মমতাজ বেজম (৫০) ও রোজিনার স্বামী মতিউর রহমান মতি (৫০)। ওসি রাজ্জাক বলেন, রাতে মাঝ নদীতে একটি লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী খেয়ানৌকা ডুবে গেলে এক পরিবারের চারজন নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুই নারীর লাশ উদ্ধার করে। আর গতকাল শনিবার সকালে উদ্ধার করা হয় মতির লাশ। এ ঘটনায় এখনও আবিদ নামে এক শিশু নিখোঁজ রয়েছে জানিয়ে তিনি বলেন, মতির ছেলে আবিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১৪:২৭:৪০ ● ৫৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ