ভ্রান্ত রাজনীতির কারনেই বর্তমানে বিএনপির এই অবস্থা-গণপূর্ত মন্ত্রী

প্রথম পাতা » ঢাকা » ভ্রান্ত রাজনীতির কারনেই বর্তমানে বিএনপির এই অবস্থা-গণপূর্ত মন্ত্রী
শনিবার ● ২৬ জানুয়ারী ২০১৯


---

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ভ্রান্ত রাজনীতির কারইেন বর্তমানে বিএনপির এই অবস্থা হয়েছে। তিনি বলেন, ভাড়া করা লোক দিয়ে রাজনীতি বা নির্বাচন করা যায়না।

শনিবার দুপুর ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপির নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগামী নির্বাচন গুলোতে বিএনপি আসবে কি আসবে না সেটা তাদের দলের বিষয়, তবে তাদেরকে আমন্ত্রন জানিয়ে নির্বাচনে আনা হবে না। নানা অনিয়ম, দূর্নীতির কারনে জনগন তাদেরকে প্রত্যাখ্যান করেছে।এছাড়া তিনি তার মন্ত্রানালয় থেকে দূর্নীতি বিরোধী কার্যক্রম শুরু করেছেন বলেও জানান।

এ সময়  অতিরিক্ত প্রকৌশলী মো: আবুল খায়ের, তত্বাবধায়ক শফিকুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা সহ তার নির্বাচনী এলাকা ও পিরোজপুর জেলার অসংখ্য নেতা কর্মি ও গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:৪৬ ● ৫৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ