কলাপাড়ায় টানা বৃষ্টিতে শতাধিক গ্রামে জলাবদ্ধতা

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় টানা বৃষ্টিতে শতাধিক গ্রামে জলাবদ্ধতা
রবিবার ● ৭ জুলাই ২০১৯


কলাপাড়ায় টানা বৃষ্টিতে শতাধিক গ্রামে জলাবদ্ধতা

কলাপাড়া (পটুয়াখালি) সাগরকন্যা অফিস॥

দুই দিনের বিরামহীন বৃষ্টিতে কলাপাড়ার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন শতাধিক গ্রামের কমপক্ষে ৫০ হাজার মানুষ। পানি চলাচলের সব খালগুলো বাঁধ দিয়ে দখল করে মাছের ঘের করায় মানুষের দুর্দশা হয়েছে। এছাড়া তিন শতাধিক স্লুইস গেট আটকে মাছ ধরায় এমন দশা হয়েছে। এসব স্লুইস গেট সরকারি দলের চিহ্নিত একটি চক্র বছরভিত্তিক মোটা অংকের বিনিময় মাছ ধরার লোকজনকে অলিখিত ইজারা দিয়েছে বলে কৃষকের মুখে মুখে শোনা যাচ্ছে।
বর্তমানে বর্ষা মৌসুমের প্রথম দফা মাত্র দুই দিনের বৃষ্টিতে এ কারনে জলাবদ্ধতা দেখা দিয়েেেছ। কৃষক সুলতান গাজী জানান, বৃষ্টি হতে না হতেই শাক-সবজির ক্ষেতে পানি জমে গেছে। পাখিমারা স্লুইস খালে জাল আর জাল। গেট খোলার সুযোগ তাঁদের (কৃষকের) নাই। মানুষ বাড়িঘরে পর্যন্ত আটকে পড়েছে পানি জমে যাওয়ায়। টিয়াখালীতে এমন দৃশ্য দেখা গেছে।
কলাপাড়ার খেপুপাড়া রাডার স্টেশন সুত্রে জানা গেছে, শনিবার সকাল ছয় টা থেকে রবিবার দুপুর ১২ টা পর্যন্ত কলাপাড়ায় মোট ১৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। বাংলাদেশী সীমানায় দু’টি ভারতীয় ট্রলার ৩২ জন জেলেসহ ডুবে গেছে। রাবনাবাদ চ্যানেলে আটক হওয়া ৩২ টি ভারতীয় ট্রলারের জেলেরা এমন তথ্য নিশ্চিত করেছে। কুয়াকাটা পৌরসভাসহ লতাচাপলী ইউনিয়নের অধিকাংশ গ্রাম পাড়া-মহল্লা বৃষ্টির পানিতে হাটু সমান ডুবে আছে। নীলগঞ্জের সবজি চাষীরা পানি নামাতে না পারলে তাদের সবজি ক্ষেতেই পচে গলে যাওয়ার শঙ্কা প্রকাশ করলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, স্লুইস গেট কৃষকের নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি উপজেলা প্রশাসনের কাছে বলেছেন। পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানোর পদক্ষেপ নিয়েছেন বলে জানান।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৬:০১ ● ৩৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ