রাঙ্গাবালীর এক স্কুলে কেউ পাস করেনি, হতাশ পরীক্ষার্থী ও অভিভাবকরা

প্রথম পাতা » সর্বশেষ » রাঙ্গাবালীর এক স্কুলে কেউ পাস করেনি, হতাশ পরীক্ষার্থী ও অভিভাবকরা
সোমবার ● ৬ মে ২০১৯


রাঙ্গাবালীর এক স্কুলে কেউ পাস করেনি, হতাশ পরীক্ষার্থী ও অভিভাবকরা

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

এসএসসি পরীক্ষায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নেওয়া কোন পরীক্ষার্থী পাস করেনি। সোমবার (৬ মে) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এনিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
জানা গেছে, ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় চরগঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৪  জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। তারা সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তবে সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ওই বিদ্যালয়ের কোন শিক্ষার্থী পাস করেনি। এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
অভিভাবক ও স্থানীয় লোকজনের দাবি, বিদ্যালয়ে শিক্ষকরা মানসম্পন্ন পাঠদান না করানোর কারণে এমন ফলাফল। মানসম্পন্ন পাঠদান করানো হলে নিশ্চয়ই ভাল ফলাফল আশা করা যেতো বলে তারা মনে করেন। ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ওমর ফারুক বলেন, ‘মূলত গণিত, ইংরেজি ও তথ্য বিষয়ের শিক্ষক আগে ছিল না। অন্য বিষয়ের শিক্ষরা মোটামুটি ক্লাস নিতো। যার কারণে এরকম ফলাফল হয়েছে। এখন দুই মাস আগে ওই তিন বিষয়ের শিক্ষক যোগদান করেছে।’
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, এবিষয়টি সরেজমিনে তদন্ত করে দেখবো।  ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম আমাকে বলেছেনÑ‘‘১৮ জনের মতো শিক্ষার্থী পাস করার কথা। কিন্তু কেন, পাস করলো না বুঝতে পারছি না। আমি রি-এক্সাম আবেদন করবো।’

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৮:২১ ● ৪৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ