শ্রীলঙ্কায় হামলা : আইএসের সংশ্লিষ্টতা নিশ্চিত করলো অস্ট্রেলিয়া!

প্রথম পাতা » জাতীয় » শ্রীলঙ্কায় হামলা : আইএসের সংশ্লিষ্টতা নিশ্চিত করলো অস্ট্রেলিয়া!
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৯


---

সাগরকন্যা আন্তর্জাতিক ডেস্ক॥

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইস্টার সানডেতে হামলায় জড়িত স্থানীয় জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে সহায়তায় পেয়েছিলো। তিনি বলেন, তিনি নিশ্চিত করেই স্থানীয় লঙ্কান ওই গোষ্ঠী ও আইএসে যোগসাজশের কথা বলছেন। একদিন আগেই লঙ্কান কর্মকর্তারা বলেছিলেন, বিদেশি সহায়তার ব্যাপারে এখনও খতিয়ে দেখছেন তারা। গত রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি। শ্রীলঙ্কার পুলিশ এসব হামলার জন্য স্থানীয় উগ্রগোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাতকে (এনটিজে) দায়ী করে। তাদের আশঙ্কা, আন্তর্জাতিক জঙ্গির সহায়তায় এই হামলায় চালিয়েছে এনটিজে। স্কট মরিসন বলেন, আইএস এই হামলায়সহ ওই দলকে বিভিন্ন সহায়তা দিয়েছে। তার দাবি, অস্ট্রেলীয় পুলিশের তদন্তের এই তথ্য পাওয়া গেছে। এ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। পরে এক ভিডিওতে আট হামলাকারীর ছবি প্রকাশ করে সাত হামলাকারীর হামলার বিবরণ প্রকাশ করা হয়। শ্রীলঙ্কা সরকারের ধারণা,  হামলার পেছনে রয়েছে ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) নামে একটি উগ্রবাদী গ্রুপ। গ্রুপটির সন্দেহভাজন নেতা হাশেমি নিহত হয়েছিলেন বলে ধারণা করা হয়েছিল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি‘র সিংহলিজ সার্ভিসের খবরে গত বৃহস্পতিবার জানানো হয়েছে, এখনও তার মৃত্যুর খবর নিশ্চিত নয়। ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজয়াবর্ধনের এক বিবৃতির বরাতে ওই খবর দেয় বিবিসি। তবে সুনির্দিষ্টভাবে হাশেমির ভাগ্য নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪১ ● ৪২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ