মৌলভীবাজার ভ্রমণে ৩৫ দেশের রাষ্ট্রদূত

প্রথম পাতা » জাতীয় » মৌলভীবাজার ভ্রমণে ৩৫ দেশের রাষ্ট্রদূত
শুক্রবার ● ৫ এপ্রিল ২০১৯


মৌলভীবাজার ভ্রমণে ৩৫ দেশের রাষ্ট্রদূত
মৌলভীবাজার সাগরকন্যা প্রতিনিধি ॥
মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও আদিবাসী পাড়া ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত ৩৫ দেশের রাষ্ট্রদূত ও সাতটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেনের সঙ্গে তারা জেলার শ্রীমঙ্গলে আসেন। এ সময় তাদের স্থানীয় মনিপুরি নৃত্যে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তারা বিভিন্ন চা-বাগান ও আদিবাসী পাড়াসহ প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখেন।

মন্ত্রী মোমেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ অপরূপ সুন্দর একটি দেশ। ঢাকায় বসে এই সৌন্দর্য অনুমান করা যায় না। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৫ দেশের রাষ্ট্রদূত ও সাতটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের এই নৈসর্গিক এলাকায় নিয়ে এসেছি। আর তা দেখেও তারাও অভিভূত হয়েছেন। এ সফরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ ৩৫ দেশের রাষ্টদূত ও তাদের পরিবারে সদস্যরা রয়েছেন বলে জানান মন্ত্রী মোমেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তারেক জিয়াসহ বিদেশে পালিয়ে থাকা সব দন্ডিত আসামিকে দেশে আনতে সরকার কাজ করছে। তারেক জিয়াকে ফিরিয়ে আনতে সে দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৪৮ ● ৩৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ