ঝালকাঠিতে ঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠিতে ঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
বুধবার ● ২৭ মার্চ ২০১৯


---

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠির রাজাপুরে ঘরে আগুন লেগে শ্রবণ প্রতিবন্ধী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার উত্তর পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান। নিহত সুরাতুন্নেছা (৮০) ওই গ্রামের প্রয়াত তানজের আলীর স্ত্রী। আগুনে তার ঘরটিও পুড়ে গেছে। ওসি বলেন, সুরাতুন্নেছার ছেলে ইছাহাক আলী খুলনার দৌলতপুরে বায়তুল আহাদ জামে মসজিদে ইমামতি করেন। পুত্রবধূ তাসলিমা বেগম ও নাতি হাফিজুর রহমান গত মঙ্গলবার পাশের মাটিভাঙ্গা গ্রামে বেড়াতে গিয়েছিলেন। ফলে অগ্নিকাণ্ডের সময় একাই বাড়িতে ছিলেন বৃদ্ধা। গভীর রাতে ওই বাড়িতে যখন আগুন লাগে, শ্রবণ প্রতিবন্ধী সুরাতুন্নেছা তখন ঘুমাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘর পুড়ে ভেতরেই জীবন্ত দগ্ধ হন ওই বৃদ্ধা। কীভাবে ওই বাড়িতে আগুন লেগেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। তদন্ত করে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান।

বাংলাদেশ সময়: ১২:১৩:৩৭ ● ৪৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ