দুমকিতে দু’বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে দু’বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৩


দুমকিতে দু’বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে দুু’বেকারী কারখানায় ১৮হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শহরের পিরতলা বাজারে অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই বেকারি প্রতিষ্ঠানকে ১৩হাজার ও আশার আলো বেকারীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ সোয়াইব মিয়ার নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পিরতলা বাজারের বিভিন্ন বেকারি, ফার্মেসী, মুদি, সবজি ও ফলের দোকানে পন্যের মূল্যে ও মান যাচাই করা হয়। অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে না থাকার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠান দু’টোকে  জরিমানা করা হয়।


এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৩৪ ● ৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ