নাজিরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
সোমবার ● ২৪ জুলাই ২০২৩


নাজিরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। মৎস্য সম্পদের সুরক্ষা সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কর্জক্রম বিযয়ের ওপর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম কুমার মন্ডল বক্তব্য রাখেন। এ সময় উপজেলার গণ মাধ্যম কর্মী মো. আকরাম আলী ডাকুয়া, মো. দেলোয়ার হোসেন, এইচ এম আব্দুল লাহেল মাহমুদ, মো. মোস্তাফিজুর রহমান লাবলু, মো. আল-আমিন হোসাইন, সঞ্জীব কুমার রায়, এইচ এম নাসিরুদ্দিন, জ্যোতিষ চন্দ্র হালদার, উথান মন্ডল, অনুপ কুমার শিকদার প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় মতবিনিময় সভায় নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয় এবং মৎস্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে প্রতিটি পুকুর জলাশয় মাছ চাষের জন্য গণ মাধ্যমে প্রকাশের জন্য অনুরোধ জানান।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪৫ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ