দুমকিতে বিএনপি নেতার আ‘লীগে যোগদান বাতিল!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে বিএনপি নেতার আ‘লীগে যোগদান বাতিল!
রবিবার ● ২২ জানুয়ারী ২০২৩


দুমকিতে বিএনপি নেতার আ‘লীগে যোগদান বাতিল!

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, চারদলীয় ঐক্য জোটের সমন্বয়কারী, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু হানিফ মাস্টারের আওয়ামীলীগে যোগদানের মাত্র একদিন পাড় হতে না হতেই তার যোগদান বাতিল করা হয়েছে।

রবিবার(২২ জানুয়ারি) উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত (২১ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা আ.লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম‘র সঞ্চালনায় এ যোগদান অনুষ্ঠানে আ.লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীদের উপস্থিতে বিএনপি নেতা আবু হানিফ মাস্টার একজন সাধারণ কর্মীর টিকিটে স্বাক্ষর করে আ.লীগে যোগদান করেছিলেন। যোগদান প্রক্রিয়া বিধিসম্মত না হওয়ায় একদিনের ব্যবধানেই তা বাতিল করা হয়।


এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৬:৫১ ● ১৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ