গৌরনদীতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫



গৌরনদীতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কামরুল ইসলাম সজল এর লিফলেট বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

গতকাল সকাল ১১টার দিকে গৌরনদীতে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়েছে।

উপজেলা বিএনপির নেতা ও আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল এ কর্মসূচি ভুরঘাটা থেকে বাটাজোড়া পর্যন্ত এলাকাজুড়ে পরিচালনা করেন।

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী ঘরে ঘরে, দোকানপাটে ও বাজারে লিফলেট বিতরণ করে। স্থানীয়রা আগ্রহভরে কর্মসূচি সম্পর্কে জানেন এবং বেশিরভাগই ইতিবাচক প্রতিক্রিয়া দেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল বলেন, “৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন ও নাগরিক অধিকার নিশ্চিত হবে। জনগণের রায়ই হবে ভবিষ্যতের সিদ্ধান্ত।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ প্রচারণা গৌরনদীতে বিএনপির তৃণমূল কার্যক্রমকে আরও সক্রিয় করেছে।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি ৩১ দফা জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণমূলক অর্থনীতি গড়ার অঙ্গীকার।

বাংলাদেশ সময়: ১৮:৫১:৩৪ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ